রেলপথে ভারত থেকে ৫০,০০০ টন চাল আমদানি করছে সরকার
প্রথমবারের মতো রেলপথে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করছে সরকার। কলকাতা থেকে চালবাহী ট্রেন বাংলাদেশের বেনাপোল, দর্শনা ও রহনপুর স্থলবন্দরে পৌঁছাবে। কম খরচে ও দ্রুততম সময়ে চাল আমদানি সম্পন্ন করতে রেলপথ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই ৫০ হাজার টন চাল আমদানিসহ মোট ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৬৭ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাবও রয়েছে।
শাহিদা আক্তার বলেন, দেশে প্রথমবারের মতো রেলপথে চাল আমদানি হচ্ছে। ভারতের এম / এস শৌভিক এক্সপোর্টস লিমিটেড থেকে প্রায় ১৬৪ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির প্রস্তাব কমিটি অনুমোদন করেছে। ট্রায়াল হিসেবে প্রথমবারের মতো রেলপথে চাল আমদানির অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
তিনি জানান, পেট্রোবাংলার দুটি পৃথক ক্রয় প্রস্তাবে যুক্তরাষ্ট্র থেকে ৬৭.২০ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি অনুমোদন করেছে কমিটি। এতে মোট ব্যয় প্রায় ৬১৬ কোটি টাকা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বেলারুশ থেকে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ১.৮০ লাখ টন এমওপি সার এবং তিউনিসিয়া থেকে ৭২৪ কোটি টাকা ব্যয়ে ১.৫০ লাখ মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯২ কোটি টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শাহিদা আক্তার জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক ১৬০টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার স্থাপন প্রকল্পের পূর্ত কাজ, যন্ত্রপাতি/সরঞ্জামাদি ও সেবা কার্যক্রম কোরিয়ার তাইহান কনসোর্টিয়ামের কাছ থেকে ৪৬০ কোটি ৫ হাজার ৭৬৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক 'সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)' প্রকল্পের আওতায় ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনাল শিক্ষা সরঞ্জাম বিতরণের জন্য ৭৪ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।