সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন করোনায় আক্রান্ত
সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিনের করোনা ভাইরাস পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। রোববার (২৬ জুলাই) রাতে সংবাদটির সত্যতা, তিনি নিজেই নিশ্চিত করেছেন। এখন তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
'গত দু'দিন ধরে অসুস্থ বোধ করছিলাম। তাপমাত্রা ১০১ থেকে ১০২ ডিগ্রীতে ওঠানামা করছিল' এভাবে রোববার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে শারীরিক লক্ষ্মণের কথা জানান ।
গত শনিবার নমুনা দেওয়ার পর থেকেই মাশরুর আরেফিন পরিবারের অন্যদের কাছে থেকে বিচ্ছিন্ন থাকা শুরু করেন। রোববার তিনি পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন।
তিনি জানান,'পাঁচদিন ধরে আমার মা এভার কেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল ঢাকা) চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গিয়েছিলাম। সম্ভবত, তখনই কোনোভাবে সংক্রমিত হয়েছি।'
'আমি ছাড়া পরিবারের অন্য সদস্যরা ভাল আছেন,' তবে তিনি বেশ দুর্বল বোধ করছেন বলে জানান।
এর আগে কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই এক ফেসবুক পোস্ট দিয়ে জানান সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি কবি এবং কথা-সাহিত্যিক মাশরুর আরেফিনের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চান।
২০০৭ সালে মাশরুর আরেফিন সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসাবে যোগ দেন। তিনি ব্যাংকটির চিফ কমিউনিকেশন এবং চিফ অপারেটিং অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
মাশরুর আরেফিন লেখক হিসাবেও সুপরিচিত। ফ্রানৎস কাফকা গল্পসমগ্র অনুবাদের জন্য 'ব্র্যাক-সমকাল সাহিত্য পুরষ্কার' পেয়েছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস; আগস্ট আবছায়া ও আলথুসার।