স্থানীয় কৃষি পণ্য উৎপাদনে কর অব্যাহতির প্রস্তাব
স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত পণ্য ও যন্ত্রপাতি প্রক্রিয়াজাতকরণে শিল্প প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১০ বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাবনা রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
"দেশে উৎপাদিত সকল প্রকার ফল, সবজি প্রক্রিয়াজাতকর, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে, সম্পূর্ণ দেশীয় কৃষি হতে শিশু খাদ্য উৎপাদনকারী শিল্প ও কৃষি যন্ত্র উৎপাদনকারী শিল্পের জন্য বিশেষ শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য করমুক্ত সুবিধার প্রস্তাব করছি," জাতীয় সংসদে বাজেট উত্থাপনপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
কৃষিজাত পণ্যের আমদানি বিকল্প তৈরির মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে জানান তিনি।
"অধিকন্তু, মুক্ত বাণিজ্যের এ যুগে, মূল্য সংযোজন ও কৃষিপণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বৈশ্বিক রপ্তানি বাণিজ্যের দখল নেওয়া সম্ভব," যোগ করেন তিনি।