৭০০ কোটি টাকার বিকল্প বিনিয়োগ তহবিল খোলার ঘোষণা ইউসিবি’র
দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে ভেনচার ক্যাপিটাল ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি ফান্ড চালুর ঘোষণা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিটি ৩৫০ কোটি টাকার এ তহবিল দেশের সামগ্রিক বিকল্প বিনিয়োগ পরিস্থিতিকে বেগবান করবে।
মঙ্গলবার (৪ মে) ব্যাংকটি জানায়, প্রতিটি তহবিলে তারা স্পন্সর হিসেবে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে, স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বাকি অর্থ উত্তোলন করা হবে।
মেধাবী তরুণ উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে খোলা তহবিলের কার্যক্রম ইউসিবির সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে।
ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান জানান, বিকল্প বিনিয়োগ খাতে বাংলাদেশ পিছিয়ে থাকা সত্ত্বেও সামনের দিনগুলোতে এ খাতের বিকাশ হতে যাচ্ছে।
তহবিলের আকার ও ইউসিবির সুনাম, দক্ষতা ও প্রশাসনিক মানের কারণে তাদের উদ্যোগ এক্ষেত্রে বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে করছেন তিনি।
বিকল্প বিনিয়োগে সম্ভাবনাময়ী তরুণ উদ্যোক্তাদের ব্যবসার শুরুর দিকে ভেনচার ক্যাপিটাল থেকে মূলধন যোগান দেওয়া হয়। কোম্পানির প্রবৃদ্ধির পরের ধাপে আসে প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগ।
কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ হবে তা নির্ধারণ ও তাদের সুপরামর্শ দেওয়ার দায়িত্বে থাকবেন ফান্ড ম্যানেজার।
২০১৬-২০ সময়কালে বাংলাদেশের স্টার্টআপগুলো প্রায় ২৯ কোটি ডলার ভেনচার ক্যাপিটাল বিনিয়োগ পেয়েছে, যার ৯০ শতাংশের বেশি এসেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। ভারতে একই সময়ে ভেনচার ক্যাপিটালের বিনিয়োগ ছিল ৫ হাজার কোটি ডলারের কাছাকাছি।
মূলত বিদেশি বিনিয়োগকারীদের থেকে বিকল্প বিনিয়োগ অর্থায়নেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বাংলাদেশের বিকাশ, পাঠাও, চালডাল ও সহজের মতো কোম্পানিগুলো।
সরকারের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডও ভেনচার ক্যাপিটাল বিনিয়োগ জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চলতি বছরেই দেশীয় স্টার্টআপগুলোকে ১০০ কোটি টাকার যোগান দেওয়ার পরিকল্পনা করেছে বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, সেবা, ডক্টোরোলা ও ইওন ফুডস- এই কোম্পানিগুলো স্থানীয় ভেনচার ক্যাপিটাল বা প্রাইভেট ইক্যুইটির সহায়তায় বেড়ে উঠে।
বিডি ভেনচার ও বাংলাদেশ ভেনচারের মতো কিছু স্থানীয় বিশেষায়িত ফার্ম ছাড়াও দেশে স্থানীয় বিকল্প বিনিয়োগ তহবিল পরিচালনার জন্য পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে অন্তত এক ডজন ফান্ড ম্যানেজার কাজ শুরু করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাংকরলেস বাংলাদেশ, পেগাসাস ভেনচার, কানাডীয় ওসিরিস ভেনচারের মতো বেশ কয়েকটি বিদেশী ভেনচার ক্যাপিটাল ফার্ম দেশে বড় বিনিয়োগ করেছে।
স্থানীয়দের মধ্যে, দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ লঙ্কাবাংলা সিকিউরিটিজ ২৫ কোটি টাকা তহবিল গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর প্রথম স্থানীয় ইক্যুইটি ফান্ড চালু করে। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানির মধ্যে শীর্ষস্থানীয় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড গত বছর ৪৫ কোটি টাকা তহবিল গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর প্রথম ভেনচার ক্যাপিটাল ফান্ড গঠন করে।
এই দুটি প্রতিষ্ঠানের মতোই ইউসিবি ভেনচার ক্যাপিটাল ফান্ড-ওয়ান ও ইউসিবি প্রাইভেট ইক্যুইটি ফান্ড-ওয়ানের ক্ষেত্রে ১০ বছর পর ফান্ড ম্যানেজার বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দিবেন।
তাহমিদুজ্জামান জানান, কয়েক ডজন বাংলাদেশি স্টার্টআপ এ খাতকে বিশ্বের সামনে তুলে ধরেছে, আরও শতাধিক স্টার্টআপ তাদের ব্যবসায়িক উদ্ভাবনের মাধ্যমে একই কাজ করার চেষ্টা করছে। তাদের মূলধন সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।
"এখনো তাদের উদ্যোগে বিনিয়োগের পরিমাণ খুবই কম। আমরা বিশ্বাস করি, আমাদের তহবিলের আকার এ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে," বলেন তিনি।
এছাড়া, দেশীয় তহবিলগুলোর মধ্যে সবচেয়ে বড় তহবিল হওয়ায় বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে বলে জানান তিনি।
বিনিয়োগকারী ও নতুন ফার্মগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরিতে ইউসিবি কাজ করবে বলে জানান তাহমিদুজ্জামান। প্রযুক্তি নির্ভর ব্যবসা খাতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২০১০'র দশকে বাংলাদেশে বিকল্প বিনিয়োগের যাত্রা শুরু হয়। বাংলাদেশ ব্যাংকও দেশে শক্তিশালী বিকল্প বিনিয়োগের পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্যানুযায়ী, স্টার্টআপগুলো ইতোমধ্যে দেশে আট লাখ কর্মসংস্থানের সৃষ্টি করেছে।
বেশ কয়েকটি স্টার্টআপ সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে পুজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছে।
ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রহমত পাশা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ফেসবুক, উবার, ও বিকাশ আমাদের জীবনধারায় যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। বাংলাদেশে গড়ে ওঠা সহস্রাধিক স্টার্টআপের অনেকগুলোরই এমন সম্ভাবনা আছে।"