এমএফএস থেকে ব্যাংকে দৈনিক লেনদেনের সীমা ৫০ হাজার
এখন থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) থেকে ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক ৫০ হাজার টাকা এবং মাসিক ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) থেকে ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক ও মাসিক লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে এমএফএস থেকে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থানান্তরের সীমা নির্ধারণ করা ছিল না। যে কারণে বিকাশ, নগদের মতো এমএফএস সেবা প্রদানকারীরা বিভ্রান্তির মধ্যে ছিল।
আগে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করার নিয়ম ছিল না।