ইডিএফ ঋণের সুদহার ১ শতাংশ বাড়াল বাংলাদেশ ব্যাংক
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় রিজার্ভ থেকে বিতরণ করা ঋণের সুদহার আরও এক শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রা ক্রয় আরও ব্যয়বহুল হয়ে উঠলো।
মঙ্গলবার (৮ নভেম্বর) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, আগামী ১৩ নভেম্বর থেকে বিতরণ করা ঋণের ক্ষেত্রে নতুন সুদহারটি কার্যকর হবে।
নতুন হারে অনুমোদিত ডিলার ব্যাংককে ইডিএফ ঋণ পেতে আড়াই শতাংশ হারে সুদ দিতে হবে। অন্যদিকে, তারা এখান থেকে উৎপাদক ও রপ্তানিকারকদের সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে।
সাধারণত, অর্থনীতিতে মুদ্রা প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইলে এই সুদহারটি বাড়িয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদেরা মনে করছেন, দেনার বোঝা কমাতেই ইডিএফ ঋণের সুদহার বাড়ানো হলো।
এর আগে ডিলার ব্যাংকগুলি দেড় শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইডিএফ ঋণ নিত; আর গ্রাহকদের দিত ৩ শতাংশ হারে।
৪ মাসের মধ্যে এই সুদহার দ্বিতীয়বারের মতো বাড়াল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে সুদহার ২% থেকে বাড়িয়ে ৩% করা হয়। এসময় ডিলার ব্যাংক পর্যায়ে সুদহার ১% থেকে বাড়িয়ে ১.৫% করা হয়।
বর্তমানে ইডিএফের আকার ৭০০ কোটি ডলার। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এখান থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দিতে পারেন। রপ্তানিমুখী শিল্পের বিকাশে বৈদেশিক মুদ্রায় স্বল্পসুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে গঠিত হয় রপ্তানি উন্নয়ন তহবিল।