এনবিএফআই খাতের ইকুইটি ক্যাপিটালে বিদেশি বিনিয়োগের রেকর্ড
দেশের নন ব্যাংক ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স (এনবিএফআই) সেক্টরের ইকুইটি ক্যাপিটালে ২০০৬ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত যত বিদেশি বিনিয়োগ এসেছে, তার ৬৫ শতাংশই এসেছে সর্বশেষ অর্থবছরে। ২০২২ অর্থবছরে এ খাতে মোট বিদেশি বিনিয়োগ এসেছে ২৬৭ মিলিয়ন ডলারের। এরমধ্যে ২৬৩ মিলিয়নই এসেছে খাতের ইকুইটি ক্যাপিটালে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, ২০০৬ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ইকুইটি ক্যাপিটালে মোট বিনিয়োগ এসেছে ৪০৩ মিলিয়ন ডলার। এসব বিনিয়োগের বড় অংশটিই এসেছে গত অর্থবছরে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ দেশে কোনো কোম্পানির মালিকানার শেয়ার কিনলে বা বিনিয়োগ করলে সেটিকে ইকুইটি ক্যাপিটাল খাতে বিনিয়োগ এসেছে বলে ধরা হয়।
খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা এ পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডসহ বেশ কয়েকটি এনবিএফআই-এ বিনিয়োগ করেছে।
দেশি-বিদেশি অর্থায়নে প্রতিষ্ঠিত এসব এনবিএফআই ভালো মুনাফা করছে। বিদেশি বিনিয়োগকারীরা এই মুনাফাগুলো আবার ইকুইটি ক্যাপিটালে বিনিয়োগ করছে। এছাড়া স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এসএফআইএল) তাদের কোম্পানির মালিকানায় নতুন বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছে। এসব কারণে গত অর্থবছরে ইকুইটি ক্যাপিটালে বিনিয়োগ অনেক বেশি বেড়েছে।
এসএফআইএল এর ওয়েবসাইট অনুযায়ী, তাদের কাছে আমেরিকার স্ট্যাটিসটিকার কানাডার মেপল স্ট্র্যাটেজিক ওয়েলথ ম্যানেজমেন্ট থেকে নিয়োগ এসেছে।
এসএফআইএল এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ইরতেজা আহমেদ খান টিবিএসকে বলেন, "আমাদের প্রতিষ্ঠানটি অনুমোদন দেওয়ার সময়েই কেন্দ্রীয় ব্যাংকের শর্ত ছিল মোট মূলধনের ৫০ শতাংশ বিদেশ থেকে নিয়ে আসতে হবে। সে অনুযায়ী আমরা বিদেশ থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিয়ে এসেছি।"
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলোর অবস্থা কেমন হতে পারে, তা নিয়ে তিনি বলেন, "আমাদের প্রতিষ্ঠানটির ডিপোজিট-লোন রেশিও থেকে শুরু করে সবগুলো ইন্ডিকেটরই ভালো। এখন পর্যন্ত কোনো গ্রাহক টাকা ফেরত চেয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে ফেরত যায়নি। এছাড়া, এসএফআইএল এর কোনো ক্লাসিফাইড লোন নেই।"
বাংলাদেশে আসা নেট ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯ অর্থবছরে এ এনবিএফআই সেক্টরে মোট বিদেশি বিনিয়োগ এসেছে ১২০ মিলিয়ন ডলার, যার বেশিরভাগই ইকুইটি ক্যাপিটালে বিনিয়োগ। এই খাতে ইকুইটি ক্যাপিটাল ছাড়া অন্য ক্ষেত্রগুলোতে বিনিয়োগ কম এসেছে।
এনবিএফআই সেক্টরে বিদেশি বিনিয়োগ আসা আমাদের দেশের জন্য অনেক ভালো খবর উল্লেখ করে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান এবং আইডিপিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, "আমাদের দেশে দেশি-বিদেশি অর্থায়নে যেসব এনবিএফআই প্রতিষ্ঠিত হয়েছে, তার সবগুলোই বেশ ভালোভাবে ব্যবসা করছে। যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানগুলো ভালো করার অন্যতম কারণ গুড গভর্নেন্স। গভর্নেন্স ভালো হওয়ার কারণে এই প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ কম এবং লাভ করতে পারছে।"