‘বাংলা কিউআর’ কোডে দৈনিক লেনদেনের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক
'বাংলা কিউআর' কোডের মাধ্যমে দৈনিক লেনদেনের সীমা উঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে ক্রেতা-বিক্রেতারা লেনদেনের এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যত খুশি তত লেনদেন করতে পারবেন। এর আগে, দৈনিক লেনদেনের সর্বোচ্চসীমা ছিল ২০ হাজার টাকা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সকল ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার (এমএফএসপি), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে সকল প্রতিষ্ঠান ব্যাংকগুলোর অ্যাপে 'বাংলা কিউআর' কোড পেমেন্ট সিস্টেম চালু করতে হবে।
যদিও গত ১৮ জানুয়ারি ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণার উদ্বোধন করা হয়। বর্তমানে বাংলা কিউআর উদ্যোগে ১০টি ব্যাংক, ৩টি এমএফএস এবং ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম অংশগ্রহণ করেছে।
জানা গেছে, নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সবধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় 'বাংলা কিউআর' কোড পেমেন্ট সিস্টেম। এর ফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না।
সার্কুলারে লেনদেনের সর্বোচ্চসীমা তুলে নিলেও সন্দেহজনক ও বড় অঙ্কের লেনদেনগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি ব্যাংকগুলো তাদের সীমা নির্ধারণ করতে পারবে।
বর্তমানে রাজধানীর মতিঝিলে প্রায় ১,২০০ মার্চেন্ট 'বাংলা কিউআর' কোডের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে লেনদেন করছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি প্রথম দিনে ৩০৩টি লেনদেনের মাধ্যমে ১২ হাজার ৫৩৪ টাকা এবং ১ ফেব্রুয়ারি ৪৫৩টি লেনদেনের মাধ্যমে ১ লাখ ২২ হাজার টাকা লেনদেন হয়।
গেল ৪ ফেব্রুয়ারি লেনদেন হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন।