জমি কিনতে ৩ কোটি টাকা বিনিয়োগ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
দেশের বিস্কুটের বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেজিস্ট্রেশন চার্জ সহ জমি ক্রয় বাবদ প্রায় ৩.০৪ কোটি টাকা বিনিয়োগ করবে।
নারায়ণগঞ্জের ললাটিতে ৮৬ ডেসিমেল জমি কিনবে তারা; এ জমি অলিম্পিকের বিস্কুট এবং কনফেকশনারি ইউনিট সংলগ্ন।
এর আগে ২০২১ সালের জুন মাসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কুতুবপুরে ৭.২০ কোটি এবং ৭৫.৬০ লাখ টাকার আনুষঙ্গিক খরচে ৪৮ ডেসিমেল জমি কিনেছিল; জমিটি এর নুডলস, স্ন্যাকস, কার্টন এবং ব্যাটারি কারখানার সাথে সংযুক্ত।
গত দুই বছরে ব্যবসা সম্প্রসারণ, ভবন নির্মাণসহ অন্যান্য কাজে প্রায় ৪৪ কোটি টাকা বিনিয়োগ করেছে এই শিল্পস্থানীয় প্রতিষ্ঠান।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, জমির ২.৭৫ কোটি টাকা এবং রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচসহ কোম্পানিটির ব্যয় হবে আরও ২৮ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা।
জমিক্রয় সম্পর্কে টিবিএসের পক্ষ থেকে মন্তব্য নেয়ার চেষ্টা করা হলেও কোম্পানি সচিব নাজিম উদ্দিন ফোন রিসিভ করেন নি।
সূত্র অনুসারে, ব্যয় নিয়ন্ত্রণ এবং পণ্যের গুণমান আরও উন্নত করার জন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তাদের মদনপুরের প্রডাকশন লাইন ললাটিতে সরিয়ে দিয়েছে।
এই লাইনে কোম্পানিটি এখন একটি নতুন পাঁচতলা ভবন নির্মাণ করতে যাচ্ছে।
বর্তমানে এর নারায়ণগঞ্জের মদনপুর, ললাটি ও কুতুবপুরে তিনটি প্রডাকশন লাইন রয়েছে।
মদনপুর ও ললাটিতে দুটি বিস্কুট, কনফেকশনারি এবং বেকারির ইউনিট রয়েছে আর কুতুবপুরে তাদের নুডুলস, স্ন্যাকস, কার্টন এবং ব্যাটারির ইউনিট রয়েছে।
চলতি অর্থবছরের প্রথমার্ধে এর রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬৭.৩৫ কোটি টাকা, যা আগের অর্থবছরে একই সময়ের ১,০৩৫.১৮ কোটি টাকা থেকে বেশি।
আর কর পরবর্তী নীট মুনাফা বেড়ে হয়েছে ১০৫.১১ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৭২.১২ কোটি টাকা।