৬ বছরে দেশে দারিদ্র্যের হার কমেছে ৫.৬%: বিবিএস
মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি ও মহামারির বিরূপ প্রভাব সত্ত্বেও ৬ বছরে দেশে দারিদ্র্যের হার কমেছে ৫.৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দেশের দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ।
বুধবার (১২ এপ্রিল) 'খানা আয় ও ব্যয় জরিপ-২০২২' শীর্ষক প্রতিবেদনের ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে উল্লেখ করেন ওই কর্মকর্তা।
বর্তমানে দেশে চরম দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ।
এর আগে ২০১৬ সালে পরিচালিত পূর্ববর্তী জরিপ অনুসারে, বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ২৪.৩ শতাংশ; এ সময় চরম দারিদ্র্যের হার ছিল ১২.৯ শতাংশ।