এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯.২৪ শতাংশে
এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪ শতাংশ। আজ বুধবার (৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর হালনাগাদ মূল্যস্ফীতির তথ্য অনুসারে যা জানা গেছে।
মার্চে মূল্যস্ফীতি হয় ৯.৩৩ শতাংশ, যা ছিল আট মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত বছরের আগস্টে ৯.৫২ শতাংশের রেকর্ড হয় সার্বিক মূল্যস্ফীতিতে।
বিবিএসের তথ্যমতে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি হয় ৮.৮৪ শতাংশ, যা মার্চের ৯.০৯ শতাংশের চেয়ে কম। তবে খাদ্য-বহির্ভুত মূল্যস্ফীতি এসময়ে আগের মাসের মতোই ৯.৭২ শতাংশ ছিল।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে মন্দাভাব বিরাজ করছে বিশ্ব অর্থনীতিতে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিগত কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতির উচ্চ হার লক্ষ করা যাচ্ছে।