দেশের প্রকৃত রপ্তানি আয় অপ্রত্যাবাসিত রয়েছে ১.৪ বিলিয়ন ডলার
দেশের ৩ বিলিয়ন ডলার অপ্রত্যাবাসিত রয়েছে এমন কোন অবজারভেশনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছিল না; মূলত দেশের রপ্তানি আয় ১.৪ বিলিয়ন ডলার অপ্রত্যাবাসিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
রোববার (৭ মে) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে এবারের সফরের সমাপনী বৈঠক শেষে মুখপাত্র প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।
তিনি বলেন, 'আইএমএফের পরামর্শ অনুযায়ী আমরা নীট রিজার্ভের হিসাব নিয়ে কাজ করেছি, যা আগামী মুদ্রানীতিতে প্রকাশ করা হবে।'
'আমাদের ইন্টারেস্ট রেট করিডর আগামী জুন থেকে চালু হতে যাচ্ছে। এছাড়া আইএমএফের পরামর্শ অনুযায়ী সিঙ্গেল এক্সচেঞ্জ রেটের দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এক্সচেঞ্জ রেট সিঙ্গেল রেটের কাছাকাছি রয়েছি,' যোগ করেন তিনি।