মুডিস-এর রেটিং কমানোর কারণ ভূরাজনৈতিক, অর্থনৈতিক নয়: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস কর্তৃক দেশের ব্যাংকিং ব্যবস্থার সাম্প্রতিক অবনমন বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য খুব বেশি গুরুত্ব রাখে না।
তিনি বলেন, 'মুডিস আমাদের ব্যাংকিং সেক্টরের ওপর যে রেটিং করেছে, এটা মনে হচ্ছে ভূরাজনৈতিকভাবে হয়েছে, এটা পিউর অর্থনৈতিক রিপোটিং নয়।'
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের নতুন অর্থবছরের (জুলাই- ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'মুডিস ২০১২ সালে আমাদের যে রেটিং রেখেছে, তখন আমাদের রিজার্ভ ছিল ১০ বিলিয়ন ডলার। এর পরে আমাদের অর্থনীতি ও মাথাপিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ছাড়িয়েছে, কিন্তু মুডিস আমাদের রেটিংয়ে পরিবর্তন আনেনি।'
এর আগে গত ৩১ মে স্থানীয় ৬টি ব্যাংক—ব্র্যাক ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক ও দ্য প্রিমিয়ার ব্যাংকের রেটিং কমিয়ে দেয় মুডিস ইনভেস্টর সার্ভিস।