পোশাক খাতে সিএমটি রপ্তানিতে প্রণোদনার শর্ত স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক
পোশাক খাতে কাট, মেক অ্যান্ড ট্রিম (সিএমটি) পদ্ধতিতে রপ্তানিতে প্রণোদনা পাওয়ার বিষয়ে শর্তগুলো স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে এই খাতে রপ্তানি প্রণোদনা পেতে রপ্তানিকৃত পণ্যের ওপর স্থানীয় মূল্য সংযোজন নতুন পদ্ধতিতে হিসাব করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের আগের নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকৃত পণ্যের স্থানীয় মূল্য সংযোজন ২০ শতাংশ হলে প্রণোদনা পাওয়ার যোগ্য হন রপ্তানিকারকরা।
রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) থেকে জারি করা এ সংক্রান্ত একটি সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।
সার্কুলার অনুযায়ী, প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে রপ্তানিমূল্য নির্ধারণ করতে প্রথমে আমদানিকারকদের পক্ষ থেকে পাঠানো কাঁচামালের ভ্যালু কনসিডার করতে হবে। তার সঙ্গে যোগ হবে পণ্য তৈরিতে নতুন করে যোগ হওয়া কাঁচামাল এবং পণ্যটি প্রস্তুতের দর্জি খরচ।
তবে জাহাজ ভাড়া, বৈদেশিক মুদ্রায় পরিশোধ্য কমিশন, ইন্স্যুরেন্স ইত্যাদি বাদ দিয়ে এ হিসাব করতে হবে। সব হিসাব শেষে যদি দেশিয় মূল্য সংযোজন পুরো রপ্তানিমূল্যের ২০ শতাংশে সমান বা বেশি হয়, তখন রপ্তানিকারকরা প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "এর আগে এসব রপ্তানির ক্ষেত্রে পরিস্কার নির্দেশনা না থাকায় অনেকেই প্রণোদনার জন্য আবেদনে সমস্যায় পড়েছেন। এখন নতুন নির্দেশনায় প্রণোদনা পাওয়ার বিষয়টি স্পষ্ট করে দেওয়ায় সমস্যা কেটে যাবে।"