জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ
জুলাইয়ে জোরালো বাংলাদেশের পণ্যদ্রব্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে তা বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।
আজ বুধবার (২ আগস্ট) নতুন অর্থবছরের প্রথম মাসে রপ্তানির এ আশাব্যঞ্জক তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
নিটওয়্যার ও উভেন আইটেমসহ পোশাক খাত রপ্তানি বাড়ার পেছনে মূল চালিকাশক্তির ভূমিকা রেখেছে। জুলাইয়ে ৩.৯৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়।
নিটওয়্যার খাতে হয় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, যা ২২ শতাংশ বেড়েছে। উভেন পোশাকে রপ্তানিতেও সন্তোষজনক ১১.৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
তবে এসময় প্রতিকূলতার মুখোমুখি হয়েছে হোম টেক্সটাইল রপ্তানি। করোনা পরবর্তী সময়ে বিশ্ববাজারে এ খাতের পণ্য চাহিদা কমে যাওয়া এজন্য দায়ী বলে জানাচ্ছেন শিল্পের অভ্যন্তরীণরা।