পরিচালক পদ ছেড়েছেন, এবার ইসলামী ব্যাংকের শেয়ারও বিক্রি করে দিচ্ছে সৌদি কোম্পানি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পরিচালনা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর, তাদের হাতে থাকা শেয়ারও বিক্রি করে দিচ্ছে সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলার বরাত দিয়ে প্রথম আলো অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামী ব্যাংকের ৯.৯৯ শতাংশ শেয়ারের মালিক আরবসাস। এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা ও মালিকানা উভয় দিক থেকেই সরে যাচ্ছে সৌদি কোম্পানিটি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে এবিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা ও ব্যাংক-কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহর সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন ধরেননি।
পুঁজিবাজারে দেওয়া ইসলামী ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবভিত্তিক কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ৫ জুলাই একটি চিঠি পাঠিয়ে পরিচালক পদ প্রত্যাহার করে। এরপর ২৬ জুলাই বোর্ডসভার মাধ্যমে তা অনুমোদন করে ব্যাংক। এর আগে মুসাইদ আবদুল্লাহ এ. আল-রাজি কোম্পানির পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, নানান অনিয়মের কারণে ব্যাংকটি এখন তারল্য সংকটে ভুগছে। কেন্দ্রীয় ব্যাংকের চাহিদামতো নগদ জমা (সিআরআর) রাখতে পারছে না। এ জন্য প্রতিনিয়ত ব্যাংকটির জরিমানা হচ্ছে। এ অবস্থায় মাঝেমধ্যে টাকা ধার দিয়ে ব্যাংকটির লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখছে কেন্দ্রীয় ব্যাংক।