জমি নিবন্ধন কর ফের কমেছে
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলার কয়েকটি এলাকার জমির নিবন্ধন কর ফের কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংক্রান্ত একটি স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) গত ৩০ নভেম্বর জারি করেছে, যা সোমবার (৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। এর আগে আরেক দফা কমানো হয়েছিলো। যদিও গত বাজেটে জমির নিবন্ধন কর অস্বাভাবিক বাড়ানো হয়েছিলো। পরবর্তীতে জমির নিবন্ধন ব্যাপকভাবে কমে যাওয়ায় নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে এনবিআর।
নতুন আদেশের ফলে অপেক্ষাকৃত একই এলাকার জমি সরকার বা বেসরকারি কোন পক্ষের মাধ্যমে ডেভেলপ হয়নি, এমন জমির কর কমার সুযোগ তৈরি হবে।
এনবিআরের অর্ডার অনুযায়ী, আগে যেখানে কাঠাপ্রতি কর দিতে হত ৮০ হাজার টাকা, এখন সেখানে কর হবে ৫০ হাজার টাকা। আর যেখানে কর ছিল ৫০ হাজার টাকা, সেখানে দিতে হবে ২০ হাজার টাকা।
প্রজ্ঞাপনে দেখা গেছে, ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার, ধামরাই উপজেলার সকল মৌজার ঙ শ্রেণির (সরকার বা বেসরকারি পক্ষ কর্তৃক ডেভেলপ হয়নি– এমন জমি) কাঠাপ্রতি জমি নিবন্ধন কর ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। চট্টগ্রাম জেলার খুলশি, পাঁচলাইশ, পাহাড়তলী, হালিশহর, কোতোয়ালি জেলার অন্তর্গত সব মৌজার ঙ শ্রেণির জমি নিবন্ধন কর কাঠাপ্রতি ৮০ হাজার থেকে কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানার সকল মৌজার জমির নিবন্ধন কর একইভাবে কমানো হয়েছে। গাজীপুর জেলার সদর, বাসন, কোনাবাড়ি, গাছা ও টঙ্গী এলাকার জমি নিবন্ধন কর কাঠাপ্রতি ৩০ হাজার টাকা কমানো হয়েছে।
এছাড়া কোন ধরণের জমি নিবন্ধনের ক্ষেত্রে কোন ধরণের কর প্রযোজ্য হবে না, তাও স্পষ্ট করা হয়েছে নতুন আদেশে।