৪.৫ বিলিয়ন ডলারের প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা করতে কাল আসছে এনডিবির প্রতিনিধিদল
ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেশন অফিসার ভ্লাদিমির কাজবেকভের নেতৃত্বে প্রথমবারের মতো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে।
সংস্থাটির প্রতিনিধিদল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত (২১-২৩ জানুয়ারি) বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ প্রস্তাব নিয়ে আলোচনা করবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে।
ইআরডি জানিয়েছে, তিন দিনের সফরে এনডিবির প্রতিনিধিদল আগামী পাঁচ বছরে মোট সাড়ে ৪ বিলিয়ন ডলারের বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
ইআরডি কর্মকর্তারা জানান, এনডিবির প্রতিনিধিদল ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প এবং কয়েক দশকের পুরনো গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ প্রস্তাব নিয়ে আলোচনা করবে।
এনডিবির প্রতিনিধিদল সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন।
এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে ঋণ প্রক্রিয়া নিয়েও বৈঠক করবে এনডিবি প্রতিনিধি দল।
ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেশন অফিসার ভ্লাদিমির কাজবেকভ ছাড়াও ৭ সদস্যের প্রতিনিধি দলে থাকবেন তিনজন ডিরেক্টর জেনারেল।তারা হলেন ইউরি সুরকভ, বিন হান এবং ধার্মাক্কান জাগাথিসা পান্ডিয়ান।
সূত্র জানায়, ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ এনডিবির ঋণ সদস্যপদ লাভ করলেও ঋণ প্রস্তাব পাঠাতে দীর্ঘসূত্রতার কারণে এই সংস্থার কাছ থেকে এখনও ঋণ পায়নি বাংলাদেশ।
ইআরডি কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বপরিস্থিতিতে আন্তর্জাতিক সুদহার বেড়ে যাওয়ায় বাংলাদেশ বাজারভিত্তিক ঋণ কম নিচ্ছে। এ কারণে এনডিবি থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াতেও ধীরে এগোচ্ছে সরকার। তবে ৭৬৩ মিলিয়ন ডলারের দুটি প্রকল্পে ঋণ প্রক্রিয়াকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ইআরডির কর্মকর্তারা জানান, প্রকল্প দুটির মধ্যে ঢাকা ওয়াসা প্রকল্পের জন্য ৩২০ মিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহী এনডিবি। এই ঋণের ওপর ৭ বছরের গ্রেস পিরিয়ড সুবিধা থাকবে। ২০২৪ সালের জুনের মধ্যে একটি ঋণচুক্তি প্রত্যাশিত। এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চলতি বছরের মধ্যে পুরোনো গ্যাস পাইপলাইনগুলি আপগ্রেড করার জন্য ৪৪৩ মিলিয়ন ডলার ঋণচুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ইআরডি কর্মকর্তারা।
এছাড়া আরও বেশ কিছু প্রকল্প এনডিবির অর্থায়নে বাস্তবায়নের জন্য বিবেচনাধীন আছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ১২০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎকেন্দ্র (১১৫ মিলিয়ন ডলার), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ আপগ্রেড (১১২ মিলিয়ন ডলার), পায়রা সেতু এবং বিষখালী সেতু নির্মাণ (৯৭৮ মিলিয়ন ডলার) এবং রাজশাহীতে একটি পানি সরবরাহ প্রকল্প (৮৩ মিলিয়ন ডলার)।