১২৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা জিপির, ১৩ বছরে সর্বনিম্ন
শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ সালের লভ্যাংশ ঘোষণা করেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি)। কোম্পানিটি ২০২৩ সালের শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে, ২০১০ সালের পর যা সর্বনিম্ন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জিপি। ২০১০ সালে কোম্পানিটি ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়—এর মধ্যে ৮৫ শতাংশ চূড়ান্ত এবং ৩০ শতাংশ অন্তর্বর্তী।
এরপর আর কোনো বছরেই জিপি এত কম লভ্যাংশ দেয়নি।
ঘোষিত লভ্যাংশ এবং আর্থিক অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি বছরের ২ মে নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।
২০২৩ সালের নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের তুলনায় অপারেটরটির মুনাফায় ৯.৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
২০২৩ সালে জিপির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩,৩০৭ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৩,০০৯ কোটি টাকা।
২০২৩ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, যা ২০২২ সালে ছিল ২২ টাকা ২৯ পয়সা ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, জিপির আয় ৫.৫১ শতাংশ বেড়ে ১৫ হাজার ৮৭০ কোটি টাকা, যা ২০২২ সালে ছিল ১৫ হাজার ৪০ কোটি টাকা।
প্রতিবেদনে জিপি বলেছে, মোবাইল যোগাযোগ থেকে আয় বাড়ার কারণে তাদের সার্বিক আয় বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ারের দাম ছিল ২৮৬ টাকা ৬০ পয়সা।