আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকদের বয়সসীমা ৪৫-৭৫ বছর নির্ধারণ
এখন থেকে ৪৫ বছরের নিচে বা ৭৫ বছরের ঊর্ধ্বের কাউকে ব্যাংক- বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) এর স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া যাবে না। একইসঙ্গে, এই পদের জন্য সম্মানী ৫০ হাজার টাকা বেশি হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৩ মার্চ) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ স্বতন্ত্র পরিচালকদের অভিজ্ঞতা ও উপযুক্ততা বিষয়ক নির্দেশনা জারি করেছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সব এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, হিসাব পেশায় নিয়োজিত হিসাববিজ্ঞান বিষয়ে প্রফেশনাল ডিগ্রিধারী ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে।
এছাড়া, কোনো ফাইন্যান্স কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনো ব্যক্তি উক্ত ফাইন্যান্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
সাধারণভাবে স্বতন্ত্র পরিচালকরা ৩ বছর মেয়াদের জন্য নিযুক্ত হবেন। মেয়াদ শেষে ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩ এর ১৫ ও ১৬ ধারার বিধান সাপেক্ষে পরবর্তী মেয়াদে নিয়োগের জন্য নির্বাচিত হতে পারবেন। সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক পরিচালক পর্ষদ সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালককে অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে পারবে।