কমপ্লায়েন্সের অভাবে আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়াজাত পণ্যের দাম ৩০%–৪০% কম
যথাযথ কমপ্লায়েন্সের অভাবে আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়াজাত পণ্য ৩০-৪০ শতাংশ কম দামে বিক্রি করতে হচ্ছে বলে বৃহস্পতিবার (১৬ মে) এক সেমিনারে উল্লেখ করেছেন বক্তারা।
বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করার জন্য চামড়ার কমপ্লায়েন্স তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ-এর (এলডব্লিউজি) সনদ থাকতে হয়।
সলিডার সুইস, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ওএসএইচই ফাউন্ডেশন এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত 'ন্যাশনাল হাই-লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ' শীর্ষক সেমিনারে এলডব্লিউজির অডিটর আরিফ হোসেন বলেন, 'পরিবেশবান্ধব ও শ্রমিকবান্ধব কারখানা না হলে বৈশ্বিক ব্রান্ডগুলো পণ্য কিনে না।'
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনকালে তিনি বলেন, ভারতে প্রায়৩৫০টি এলডব্লিউজি সনদপ্রাপ্ত চামড়া খাতের কারখানা আছে, কিন্তু বাংলাদেশে ১০টিও নেই।
আরিফ হোসেন বলেন, 'সাভারে চামড়া শিল্প নগরে এখনও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে না। উন্মুক্ত জায়গায় কঠিন বর্জ্য ফেলা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের চামড়া শিল্পকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ।
'তবে আশার কথা হচ্ছে এ বিষয় বাংলাদেশ সরকার কাজ করছে। এতে এলডব্লিউজি সনদ পাওয়া কারখানা বাড়বে।'
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, 'এই খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে অর্থনীতিতে এ খাতের অবদান এখনও তুলনামূলকভাবে কম, কারণ দেশের রপ্তানির ৩.৮০ শতাংশ আসে চামড়া শিল্প থেকে আসে, আর জিডিপিতে খাতটির অবদান প্রায় ০.৬ শতাংশ।'
তিনি বলেন, বৈশ্বিক চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারে বাংলাদেশের হিস্যা প্রায় ৩ শতাংশ। খাতটির বড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই প্রবৃদ্ধি টেকসই উপায়ে হওয়া গুরুত্বপূর্ণ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সাভারে কঠিন বর্জ্য খোলা আকাশের নিচে ফেলা হয়। বিশ্বের আর কোনো দেশে এমনটা হয় না।
মন্ত্রী বলেন, 'আসলে আমাদের সবারই ভুল হয়েছে। এটা সরকারের সংস্থার কথা বলছি। এত বছর পরও চামড়া শিল্প নগরীর বর্জ্যের কারণে পাশের ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এখন আমাদের কারও দোষ দিয়ে বসে থাকলে হবে না। যা হয়েছে সেটা বাদ দিয়ে সবাই নতুন করে একসঙ্গে কাজ করতে হবে।'
সাভারে বর্তমান কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অসম্পূর্ণ থাকায় মন্ত্রী দূষণ সমস্যা মোকাবিলায় একটি নতুন সিইটিপি স্থাপনের জন্য বেসরকারি খাতের প্রতি আহ্বান জানান।
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ১,২২৩.৬২ মিলিয়ন ডলার আয় করেছে।
সরকার ২০৩০ সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ১২-১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানান সাবের হোসেন চৌধুরী।