মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশ
মে মাসে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৮৯ শতাংশ। গত এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯.৭৪ শতাংশ।
এছাড়া মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হারও আবার দুই অঙ্কের ঘরেই রয়ে গেছে। মে-তে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০.৭৬ শতাংশ। আগের মাস এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.২২ শতাংশ।
সোমবার (৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য জানিয়েছে।
চার মাস পর চলতি বছরের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে ওঠে। পরের মাসে এ হার আরও বাড়ল।
চলতি বছরের মার্চ মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯.৮১ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯.৫৮ শতাংশ। আর নভেম্বরে ছিল ১০.৭৬ শতাংশ। অর্থাৎ নভেম্বরের পর চলতি বছরের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতির হার আবারও ১০ শতাংশ ছাড়ানোর পর মে মাসেও ১০ শতাংশের ওপরেই থাকল।
এদিকে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও মে মাসে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.১৯ শতাংশ হয়েছে। আগের মাস এপ্রিলে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৪ শতাংশ।