সব সরকারি ভাতা ব্যাংক ও মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে
আগামী অর্থবছর থেকে সরকারের সব ধরনের সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচির আওতায় প্রদেয় ভাতা ব্যাংক ও মোবাইল আর্থিক পরিষেবা (এমএসএফ) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সুবিধাভোগীদের দেওয়া হবে।
বর্তমানে সরকারের ১১৫টি সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মসূচির মধ্যে ৩৪টি নগদ অর্থভিত্তিক। এর মধ্যে ১৯টি কর্মসূচির ভাতা জিটুপি (সরকার থেকে ব্যক্তি) ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধাভোগীদের দেওয়া হয়।
আগামী অর্থবছর থেকে নগদ অর্থভিত্তিক বাকি কর্মসূচিগুলোও জিটুপি ব্যবস্থার আওতায় আনা হবে।
আজ বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে তিনি সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচির জন্য এক লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেন। গত অর্থবছরে যা ছিল এক লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।
এবারের বাজেট বক্তব্যের শিরোনাম 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।