ইউনিয়ন ব্যাংকের এমডি ‘নিখোঁজ’: কেন্দ্রীয় ব্যাংককে জানালেন চেয়ারম্যান
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী 'নিখোঁজ' হয়েছেন বলে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে ইউনিয়ন ব্যাংক।
ব্যাংকটির চেয়ারম্যান ফরিদউদ্দিন আহমেদ বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানালে কেন্দ্রীয় ব্যাংক ইউনিয়ন ব্যাংককে একটি সাধারণ ডায়েরি দায়ের করতে এবং এ সময়ের জন্য একজন ভারপ্রাপ্ত এমডি নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে।
নিজের বাড়ি ও ব্যাংকে এবিএম মোকাম্মেল হক উপস্থিত না হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়। এ কারণে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিষয়টি অবহিত করেন।
বুধবার (৯ অক্টোবর) গভর্নর ও ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের মতে, সভায় ব্যাংকের চেয়ারম্যানের অনুপস্থিতি আলোচনার জন্ম দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ইউনিয়ন ব্যাংকের পরিচালকদের সক্রিয়ভাবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে বলা হয়েছে। অন্যদিকে ব্যাংকটির পরিচালকেরা ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে অনিশ্চয়তার কথা জানিয়েছেন।
ইউনিয়ন ব্যাংক এর আগে বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন ছিল।
এর আগে এ দিন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংককে ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও তার স্ত্রী নাজনীন আক্তারের হিসাবসহ তাদের কোম্পানির সকল হিসাব ৩০ দিনের জন্য স্থগিত [ফ্রিজ] করার নির্দেশ দেয়।