অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক, আওতায় এলেন চার সিটির সরকারি কর্মচারীরাও
ঢাকার দুই সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে বসবাসকারী সব সরকারি চাকুরিজীবীদের বাধ্যতামূলকভাবে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এছাড়া দেশের সব ব্যাংকের কর্মী, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী কোম্পানির কর্মীদেরও অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এ তালিকায় আরো রয়েছেন – ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি), ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও নেসলে বাংলাদেশ পিএলসি'র কর্মকর্তা-কর্মচারীরা।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত ওই আদেশে এই বাধ্যবাধকতার কথা বলা হয়। www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে।
স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ইলেক্ট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত এই বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার (২২ অক্টোবর) এই আদেশ জারি করা হয়।
গত কয়েক বছর ধরে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল নিয়ে বিস্তর কথা বলা হলেও – তাতে খুব একটা সাড়া মেলেনি। অবশ্য রাজস্ব বোর্ডের প্রস্তুতির ঘাটতিও এজন্য দায়ী ছিল।
গত বছর থেকে এটি ব্যাপকভাবে শুরু করার পরও মাত্র ১০ শতাংশের মত ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছিল।
তবে চেয়ারম্যান হিসেবে গত দুই মাস আগে যোগ দেওয়ার পরে এতে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন আবদুর রহমান খান। এরই অংশ হিসেবে গত প্রায় এক মাস আগে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নতুন এই বাধ্যবাধকতার ফলে প্রায় ১০ লাখ নতুন করদাতাকে অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে।
দেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ১ কোটির উপরে, যার মধ্যে গত বছর আয়কর রিটার্ন জমা পড়েছিল প্রায় ৪০ লাখ।