দেড়ঘণ্টা বিলম্বে শুরু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন
রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার বদলে বেলা সাড়ে ১১টায় শুরু হয় দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন।
অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেড়ঘণ্টা পর সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার বদলে বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই এমন তথ্য জানিয়েছে। তারা বলছে, নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।
তবে লেনদেন শুরু হওয়ার পরে ঢাকা শেয়ার বাজারের তিনটি সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।