ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর প্রভাবে ডিএসইএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়েছে
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেঞ্চমার্ক সূচক, ডিএসইএক্স, ১১২ পয়েন্ট বেড়ে ৫,৩৬৫-এ পৌঁছেছে।
ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (এনবিআর)-এর ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাসের পর টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল সূচক।
এর আগে সোমবার, এনবিআর ৫০ লাখ টাকার বেশি লাভের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর ঘোষণা দেয়- যা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে উচ্চ আয় করা শ্রেণির জন্য ইফেক্টিভ ট্যাক্স (সারচার্জ সহ) ৪০.২৫ শতাংশ থেকে কমে ২০.২৫ শতাংশ হয়েছে।
ডিএসইতে দৈনিক লেনদেন আগের সেশনের তুলনায় ৪৮ শতাংশ বেড়ে ৮৩৯ কোটি টাকা হয়েছে।