চলতি মাসে পাওয়া যাবে বিশ্বব্যাংক ও এডিবির ১১০ কোটি ডলার বাজেট সহায়তা
বাংলাদেশের জন্য মোট ১১০ কোটি ডলার বাজেট সহায়তার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক। চলতি মাসেই তা ছাড় হবে বলে আশা করা হচ্ছে।
আজ রোববার (২২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১০ কোটি ডলার বাজেট সহায়তার মধ্যে, বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার অনুমোদন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এডিবি ৬০ কোটি ডলার অনুমোদন করেছে।
বাজেট সহায়তা ছাড়াও বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতের জন্য প্রায় ৩৮ কোটি ডলার এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও এডিবির মধ্যে 'স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম -১' শীর্ষক ৬০ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়। অর্থ বিভাগের উদোগে এ কর্মসূচি প্রণয়ন করা হয়।
আর গত ১৯ ডিসেম্বর ৫০ কোটি ডলারের বাজেট সহায়তার অনুমোদন দেয় বিশ্বব্যাংক। পরিবেশবান্ধব ও জলবায়ু-পরিবর্তন মোকাবিলার উপযোগী উন্নয়ন ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এক কর্মসূচির অধীনে এই ঋণ দেওয়া হচ্ছে।