জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এল ১৬৮ কোটি ডলার
চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে বৈধভাবে দেশে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আজ রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সে হিসাবে, প্রতিদিন গড়ে ছয় কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের সর্বশেষ রেমিট্যান্স হালনাগাদ তথ্য বলছে, এভাবে যদি রেমিট্যান্স আসা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসে ২০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৪৪ লাখ ডলার, প্রাইভেট ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আর আটটি ব্যাংকের মাধ্যমে একটি পয়সাও রেমিট্যান্স আসেনি বাংলাদেশে। সেগুলো হলো: বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, পদ্মা ব্যাংক, পাকিস্তানি হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ এখন পর্যন্ত এক হাজার ৩৭৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। আগের বছর একই সময়ে এক হাজার ৮০ কোটি ডলার এসেছে। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৯৮ কোটি ডলার।