চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক ক্যাজুয়ালসের ২টি কারখানা ইউনিট বন্ধ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/05/18/cepz.jpg)
প্যাসিফিক নিট ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) তাদের দুটি কারখানা ইউনিট গতকাল (৯ ফেব্রুয়ারি) বন্ধ করে দিয়েছে।
গতকাল সন্ধ্যায় একটি নোটিশের মাধ্যমে ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধের ঘোষণা দেওয়া হয়।
কারখানার মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের সিনিয়র ম্যানেজার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ১২(১) ধারা অনুযায়ী নেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, শ্রমিকরা অবৈধভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছেন এবং অযৌক্তিক দাবি তুলেছেন। এর ফলে কর্তৃপক্ষ আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
প্যাসিফিক নিট ডিভিশনের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, 'প্রায় এক মাস আগে আমাদের সব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। ম্যানেজমেন্ট তখন শ্রমিকদের সব দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান করেছিল। তবে প্যাসিফিক ক্যাজুয়ালসের শ্রমিকরা নাস্তা ও অন্যান্য সুবিধার দাবিতে রোববার সকালে আবারও বিক্ষোভ শুরু করেন। মজুরি বা ভাতার সাথে এই বিশৃঙ্খলার কোনো সম্পর্ক ছিল না। পরিস্থিতির অবনতি হওয়ায় দুপুর ২টার দিকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।'
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'এভাবে চলতে থাকলে কর্তৃপক্ষ সব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবে।'
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, 'এই দুটি ইউনিটে প্রায় ৬-৭ হাজার শ্রমিক কাজ করেন।'
প্যাসিফিক নিট ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়ালসের স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ তাহমীর। মন্তব্যের জন্য তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।