জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৫ শতাংশ
জানুয়ারিতে বজায় ছিল প্রবাসী আয় প্রবাহের ঊর্ধ্বমুখী প্রবণতা। ফলে এই মাসে রেমিট্যান্স ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।
এক মাসের ব্যবধানে ডিসেম্বরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭৪ মিলিয়ন ডলার বা ৪.৫২ শতাংশ।
জানুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১.৭০ বিলিয়ন ডলার। যা আগের মাস ডিসেম্বরে ছিল ১.৬৩ বিলিয়ন ডলার।
তবে আগের বছরের জানুয়ারিতে প্রবাসী আয় আসে ১.৯৬ বিলিয়ন ডলার, চলতি বছরের একই মাসে যা ১৩.১২ শতাংশ বা ২৫৭ মিলিয়ন ডলার কমেছে।
চলতি অর্থবছর (২০২১-২২) সরকার রেমিট্যান্সের লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে। তবে অর্থবছরের প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার অনেক কম রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স এসেছে ১১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। তবে তা সরকারি লক্ষ্যমাত্রার মাত্র ৪৫.৯২ শতাংশ।
লক্ষ্যমাত্রা অনুযায়ী রেমিট্যান্স দেশে আনতে প্রণোদনা সুবিধা বাড়িয়েছে সরকার। এখন প্রবাসীরা রেমিট্যান্স পাঠালে আড়াই শতাংশ হারে প্রণোদনা পাবেন।