ভোজ্যতেল আমদানিতে ভাট প্রত্যাহারের দাবি এফবিসিসিআইয়ের
আগামী তিন মাসের জন্য ভোজ্যতেল আমদানিতে ভাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, "বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, আগামীতে সরবরাহ ঠিক রাখতে তাই অন্তত তিন মাস তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই।"
রাজধানীর মতিঝিলে সদ্য সংস্কারকৃত এফবিসিসিআই আইকন ৬০ ভবনে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, "কেউ দাম বাড়িয়ে দিবেন না, স্টক করবেন না। কেউ অসাধু উপায় নিলে আমরা তাদের পক্ষে নেই। আজ প্যাকেটজাত তেলের চেয়ে বাজারে খোলা তেলের দাম বেশি, এটা মানা যায় না।"
"বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এই অজুহাতে আজ সবাই স্টক করছে খোলা তেল। অনেকে বোতলের তেল খোলা হিসেবে বিক্রি করছে। কিন্তু বিশ্ববাজারের আজ যে দাম বাড়ছে সে তেল তো দুই-তিন মাস পরে দেশে আসবে তাহলে কেন আজ বাড়বে! আজকের দাম যেটা হবে সে দামেই আপনারা বিক্রি করবেন।"
ব্যবসায়ী ও মিল মালিকদের তিনি বাজারে তেল সরবরাহ ঠিক রাখতে আহ্বান জানান।
তিনি বলেন, "আমরা জানি দেশে যে পরিমাণ তেল আছে সেটা দিয়ে রমজান কাভার করবে। তবে বিশ্ববাজারে তেলের দাম যেহেতু বেড়েছে আগামীতে সরবরাহ রাখতে অন্তত তিন মাস তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই। প্রতিবেশী দেশ ভারতে যেটা তিনবার ভ্যাট-ট্যাক্স সমন্বয় করা হয়েছে।"