রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনিশ্চয়তা সৃষ্টি করছে: আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী
বৈশ্বিক অস্থিতিশীলতার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, এজন্য আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়নে চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার (১ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, "যুদ্ধের কারণে অনিশ্চয়তা ও বৈশ্বিক ঝুঁকিগুলোই একমাত্র চাপের কারণ।"
উল্লেখ্য, আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে।
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল, তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, যা বিশ্বব্যাপী ঝুঁকি ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।'
তবে এই অনিশ্চয়তা নতুন সুযোগও সৃষ্টি করবে উল্লেখ করে তিনি বলেন, "বিশ্বের কোনো দেশই (যুদ্ধের প্রভাব থেকে) সুরক্ষিত নয়, সকলেই চাপের মধ্যে রয়েছে। আমরা আর যুদ্ধ চাই না। যুদ্ধ এখনই থামুক এটাই আমাদের প্রত্যাশা।"
এসব ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে পুনরুদ্ধারকেই তিনি নতুন বাজেটে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে কামাল বলেন, "আমরা অর্থনীতিতে বৈচিত্র আনার চেষ্টা করব।"
বাংলাদেশের আর্থিক খাত দুর্বল নেতৃত্বের অধীনে চালিত হচ্ছে, সিপিডির এমন পর্যবেক্ষণের বিষয়ে অর্থমন্ত্রী দাবি করেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিশ্ব সেরা বাংলাদেশ। "আমরা যেভাবে সংকটকালে অর্থনীতি পরিচালনা করেছি, যে প্রশাসনিক দক্ষতা দেখিয়েছি- তা অন্যান্য দেশের তুলনায় সেরা।"
এই মুহুর্তে বাজেটের প্রধান দিকগুলি প্রকাশ করতে চাননি তিনি। বলেন, "একটু অপেক্ষা করেন.... সংসদে বাজেট উত্থাপন করা হলে সব জানতে পারবেন।"
তবে আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা গুরুত্ব পাবে বলে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।