বাজেট-সংক্রান্ত সব তথ্য পাবেন এসব জায়গায়
আজ জাতীয় সংসদে উপস্থাপিত হচ্ছে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট।
বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার উদ্দেশ্য বাজেটের সমস্ত তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল সবার পড়ার ব্যবস্থা করা হয়েছে।
বাজেট-সংক্রান্ত সমস্ত তথ্য পড়া যাবে অর্থ বিভাগের ওয়েবসাইটে।
দেশ-বিদেশের যেকোনো জায়গা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত এবং সুপারিশও দিতে পারবেন যে-কেউ। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদে বাজেট অনুমোদনের সময়ে এবং পরে তা কার্যকর করা হবে।
বাজেট-সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে এসব সরকারি সরকারি ওয়েবসাইটে: