২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ অর্থমন্ত্রীর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখাকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সেই তুলনায় ২০২২-২৩ নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।
কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র্য প্রশমন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে প্রস্তাবিত বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেটকে আরও অংশগ্রহণমূলক করতে বাজেট সংক্রান্ত সব নথিপত্র অর্থ বিভাগের ওয়েবসাইটে www.mof.gov.bd তে পাওয়া যাবে।
দেশ-বিদেশ থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি ডাউনলোড করে ওয়েবসাইটের প্রতিক্রিয়া ফর্ম পূরণের মাধ্যমে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন।
সমস্ত মতামত এবং সুপারিশ বিবেচনা করা হবে এবং গৃহীত সুপারিশগুলো জাতীয় সংসদ কর্তৃক বাজেট পাসের সময় বা এর পরবর্তীকালে কার্যকর করা হবে।
বাজেট সংক্রান্ত সকল নথি নিম্নলিখিত সরকারি ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে:
https://nbr.gov.bd
https://plandiv.gov.bd
https://imed.gov.bd