প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দিলে করছাড় বাড়ছে
২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ কর প্রণোদনা আরও সম্প্রসারিত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বর্তমানে কোনো প্রতিষ্ঠানের ১০ শতাংশ কিংবা ১০০ জন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগ দিলে করছাড় মেলে।
চলতি অর্থবছর থেকে কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ২৫ জন প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগ দিলেই পাবে করছাড়।
এখন থেকে কোনো প্রতিষ্ঠান তাদের মোট জনবলের ১০ শতাংশ বা ২৫ জনের বেশি প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিয়োগ দিলে ওই কর্মচারীদের পরিশোধিত মোট বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম হবে, সেই পরিমাণ অর্থ কর রেয়াত পাবে।
অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষ অন্যদের চেয়ে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে আছে এবং সমাজের মূলধারার বাইরে রয়েছে। কর্মক্ষম ও পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে পারলে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতের লক্ষ্যে এ জনগোষ্ঠীর মানুষের কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক এবং অর্থনৈতিক আত্তীকরণের লক্ষ্যে এই করছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে উদ্ভূত মুদ্রাস্ফীতি থেকে প্রান্তিক জনগণকে সুরক্ষা দিতে শীর্ষ অগ্রাধিকার অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে এটি চতুর্থ বাজেট এবং দেশের সামগ্রিক ৫১তম বাজেট।