অপরিবর্তিত থাকছে কর-মুক্ত আয়সীমা
ব্যক্তি- করদাতার কর-মুক্ত আয়সীমা ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত রাখা হয়েছে।
বিগত দুই অর্থবছরের মতোই এবারের প্রস্তাবিত বাজেটেও কর-মুক্ত আয়ের এ সীমা ৩ লাখ টাকা ধরা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় বলেন, "আপনারা অবগত আছেন ব্যক্তি করদাতার জন্য কর-মুক্ত আয়সীমা ২০০৯-১০ অর্থবছরে ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা। এর পর তা নানান সময়ে বেড়ে ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ টাকা করা হয়। নতুন অর্থবছরেও এই সীমা অপরিবর্তিত থাকছে।"
"নারী, জ্যেষ্ঠ নাগরিক, শারীরিকভাবে অক্ষম, মুক্তিযোদ্ধা ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য এই সীমা আরও উচ্চ হবে" বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার করদাতাদের জন্য ন্যূনতম আয়কর আগের মতই ৫ হাজার টাকাই থাকবে।
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার ব্যক্তি-পর্যায়ে কর-ও আগের মতো ৪ হাজার টাকা থাকবে। অন্যান্য এলাকায় তা ৩ হাজারই থাকছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতির কবল থেকে দেশের প্রান্তিক মানুষকে সুরক্ষাদানকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট। একইসঙ্গে, দেশের ৫১ তম বাজেট।
২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি, চলতি অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা