আরএমজি বহির্ভূত খাতের করপোরেট কর কমিয়ে ১২ শতাংশ করছে সরকার
রপ্তানি পণ্য বহুমুখীকরণ উৎসাহিত করার লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সকল রপ্তানি খাতের জন্য ১২ শতাংশ হারে বাণিজ্যিক বা করপোরেট কর নির্ধারণের প্রস্তাব দিয়েছে সরকার। বর্তমানে তৈরি পোশাক খাত (আরএমজি) এই একই হারে কর উপভোগ করছে।
"রপ্তানিমুখী আরএমজি কারখানার জন্য প্রস্তাবিত করহার দাঁড়িয়েছে ১২ শতাংশ এবং সবুজ কারখানার জন্য সেটি ১০ শতাংশ হবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণকে উৎসাহিত করার লক্ষ্যে এবং পণ্য ও পরিষেবা রপ্তানিকারী অন্যান্য সকল খাতের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সমানুপাতিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমি পণ্য ও সেবা রপ্তানিকারী অন্যান্য সাধারণ শিল্পের জন্য ১২ শতাংশ এবং পণ্য ও পরিষেবা রপ্তানিকারী অন্যান্য সবুজ শিল্পের জন্য ১০ শতাংশ কর হার প্রবর্তনের প্রস্তাব করছি।"
তবে পরিবহন পরিষেবা, মোবাইল টেলিযোগাযোগ পরিষেবা এবং ইন্টারনেট ও ইন্টারনেট-ভিত্তিক পরিষেবার জন্য হ্রাসকৃত হার প্রযোজ্য হবে না বলে জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, "এ ধরনের রপ্তানি-বান্ধব উদ্যোগ অন্যান্য দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে। ফলস্বরূপ, বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদানের ভারসাম্যের ঘাটতি হ্রাস পাবে।"
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করাকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সেই তুলনায় ২০২২-২৩ নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।