গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন ভ্যাট কর্মকর্তারা
কর বকেয়া এমন ব্যবসা প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি সংযোগ আগামী অর্থবছর থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা পাবেন ভ্যাট কর্মকর্তারা। সেবা প্রদানকারী সংস্থাগুলির সাথে সমন্বয় করে তারা এ পদক্ষেপ নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'সরকারের রাজস্ব দাবি পরিশোধে ব্যর্থ হলে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করার বিধান প্রবর্তনের প্রস্তাব করছি।'
বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ বিলের বকেয়া রয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। গ্রাহকদের থেকে এসব বিল আদায়ে বেশকিছু পদক্ষেপ নিচ্ছে বিদ্যুৎ ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো।
বর্তমানে দেশে ৪ কোটি ২৭ লাখ বিদ্যুৎ ও ৪৩ লাখ গ্যাসের গ্রাহক রয়েছে।