পাচার হওয়া টাকা মানুষের হক, এগুলো ফেরত আনতে চাই: অর্থমন্ত্রী
বিদেশে পাচার হওয়া টাকা মানুষের হক, তাই সেগুলো ফেরত আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (১০ জুন) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পাচার করা টাকা ফিরিয়ে আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "টাকা পাচার হয়নি সেটা আমি কখনো বলিনি। যে টাকা পাচার হয়েছে সেগুলো দেশের মানুষের হক, তাই সেগুলো ফেরত আনার চেষ্টা করছি। বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে (টাকা) দেশে না আসলে লাভটা কী?"
আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, টাকার একটি ধর্ম রয়েছে। যেখানে মুনাফা বা রিটার্ন বেশি, টাকা সেখানে চলে যায়। ফলে নানা কারণেই টাকা বিদেশে চলে যেতে পারে। তার সবই অবৈধ নাও হতে পারে। এখন ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে দেশের বাইরে টাকা চলে যেতে পারে।
অর্থমন্ত্রীর বক্তব্য, "যারা টাকা নিয়ে গেছেন, তারা হয়তো বুঝতে পারেননি যে এটা অপরাধ। সেটিকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই। আমি আশা করি তারা (পাচারকারি) এই সুযোগটা নিবেন। যারা টাকা ফিরিয়ে নিয়ে আসবে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না।"