ট্রাম্পের উপর ইরানের প্রতীকী নিষেধাজ্ঞা!
'সন্ত্রাসবাদ' সমর্থনের অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কিছু সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এটি জানানো হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীদ খাতিবজাদেহ জানান, ট্রাম্পের পাশাপাশি সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও, ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনুচিন, সিআইএ প্রধান জিনা হাসপেল এবং আরও ছয় জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
কিন্তু ঠিক কি ধরণের নিষেধাজ্ঞা তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরান বিভিন্ন সময়েই মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতীকি নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। মঙ্গলবারের এই ঘোষণা এল একেবারে ট্রাম্পের শেষ কর্মদিবসে।
খাতিবজাদেহ বলেন, ইরানি আইন অনুসারে এই নিষেধাজ্ঞার ঘোষণা নেয়া হলো। ২০২০ সালে শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা এবং ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে ইসরায়েলকে সমর্থনের জের ধরেই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গৃহীত হলো বলে জানান তিনি।
ডিসেম্বরে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ইয়েমেনের 'ক্রিমিনাল ওয়ার' এ যুক্তরাষ্ট্রের ভূমিকারও তিনি উল্লেখ করেন।
গত ডিসেম্বর মাসে ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরান। ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তার সমর্থনের অভিযোগ ছিল।
সূত্রঃ ইয়াহু নিউজ