দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ওয়াইটিএন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না উল্লেখ করে ইউন বলেন, বিরোধী দলগুলো দেশকে সংকটে ফেলার জন্য সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে।
ইওন বলেন, 'উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে, আমাদের জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে এবং মুক্ত সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য আমি সামরিক আইন জারি করছি।'
তবে এরপর সুনির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হবে, তার ভাষণে তা জানাননি তিনি।
ইউন সংসদে দক্ষিণ কোরিয়ার উদারপন্থী বিরোধী ডেমোক্রেটিক পার্টির একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন।
এই প্রস্তাবে, তারা কিছু শীর্ষ সরকারি প্রসিকিউটরদের অভিশংসনের প্রস্তাব দিয়েছে এবং সরকারের বাজেট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক আইন কমান্ডারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে এখন রাজনৈতিক কর্মকাণ্ড 'কঠোরভাবে নিষিদ্ধ'।
তবে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা সামরিক আইন জারির প্রতিবাদে পার্লামেন্টে জড়ো হচ্ছেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি