অভিষেকের আগে সিনেটে ট্রায়ালের সম্ভাবনা কম, শেষ দিনগুলো হোয়াইট হাউজেই কাটাতে পারেন ট্রাম্প
তেরো মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাশ হয়। তবে এক মেয়াদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার ইতিহাস যুক্তরাষ্ট্রে না থাকলেও ওভাল অফিস থেকে ট্রাম্পকে অপসারিত করার সম্ভাবনা খুবই কম।
ট্রাম্পকে অপসারণ করতে সিনেটের ভোট গ্রহণ এখনও বাকি। কিন্তু, আগামী ১৯ জানুয়ারির আগে বসছে না সিনেট অধিবেশন। অন্যদিকে, ২০ তারিখেই প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্পের অভিশংসন শুরু হলে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা একে রাজনৈতিক চাল বলে অভিহিত করেন। কিন্তু বুধবারের অধিবেশনে ১০ রিপাবলিকান আইনপ্রণেতা ক্যাপিটল হিলের সহিংসতার জন্য ট্রাম্পকেই দায়ী করেন।
সর্বোপরি, ১০ রিপাবলিকান এবং ২২০ ডেমোক্র্যাট ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেয়।
পরবর্তী পদক্ষেপ হিসেবে অভিশংসনের প্রয়োজনীয় কাগজপত্র সিনেটে পাঠানো হবে। এরপরই সিনেট ট্রায়ালের প্রস্তুতি গ্রহণ করবে। কিন্তু সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল মঙ্গলবারের আগে সিনেট অধিবেশনের ব্যাপারে সম্মত হবেন না।
ম্যাককনেল এক বিবৃতিতে বলেন, "আগামী সাতদিন কংগ্রেস এবং নির্বাহী পরিষদের জন্য সবথেকে ভালো হবে নিরাপদ একটি অভিষেক অনুষ্ঠান এবং বাইডেন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে মনোযোগ দেওয়া ।"
এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিনেটের পক্ষে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে অপসারণ করা মোটামুটি অসম্ভব।
উল্লেখ্য, বুধবার অভিশংসন প্রস্তাবে 'বিদ্রোহে প্ররোচণা' নামে একটি প্রবন্ধ উত্থাপিত হয়। প্রবন্ধতে বলা হয়, "প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং দেশের সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছেন।"
সিনেট ট্রায়ালের সময়
স্পিকার পেলোসি কত দ্রুত সিনেটের কাছে অভিশংসন প্রস্তাব পাঠাতে পারবেন তা এখনো অস্পষ্ট। বুধবার ম্যাককনেল জানান, তিনি ট্রায়ালের জন্য দ্রুত সিনেট অধিবেশন বসাতে রাজি নন। উচ্চকক্ষ পরিষদের সংখ্যালঘু দলের প্রতিনিধি চাক শুমার অধিবেশনের প্রস্তাব রাখলেও তাতে সম্মত হবেন না ম্যাককনাল। আর তাই ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পরেই সিনেটে অভিশংসন শুরু হতে পারে।
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সিনেট ট্রায়ালে কারা অভিশংসন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন তার ঘোষণা দিয়েছেন স্পিকার পেলোসি। কিন্তু রিপাবলিকানরা অভিশংসনের ব্যাপারে বিভক্ত হয়ে যাওয়ায় ট্রায়ালে কারা প্রতিনিধিত্ব করবে তা এখনো অস্পষ্ট।
এদিকে বাইডেনের প্রশাসন দায়িত্বে আসা মাত্রই ট্রাম্পের অভিশংসন নিয়ে ব্যস্ত হয়ে পড়লে নতুন প্রশাসনের জরুরি কাজগুলো বিঘ্নিত হবে বলে মনে করছেন বাইডেনের শুভাকাঙ্খীরা। তবে জো বাইডেন বলেছেন, তিনি কংগ্রেসের সদস্যদের সাথে নতুন শিডিউল তৈরির ব্যাপারে আলোচনা করছেন।
নতুন শিডিউল অনুযায়ী দিনের অর্ধেক সময় মন্ত্রীসভার মনোনয়ন এবং আইন প্রণয়ন বিষয়ক আলোচনা চললেও বাকি অর্ধেক সময় ট্রাম্পের অভিশংসনের জন্য বরাদ্দ রাখবেন বাইডেন।
শেষ দিনগুলো তাই হয়তো হোয়াইট হাউজেই কাটাবেন ট্রাম্প। তবে পেলোসি সিনেটের নিকট অভিশংসন প্রস্তাব পাঠালে উচ্চকক্ষ পরিষদে ভোটাভুটি হতে বাধ্য। ম্যাককনাল এখনই অধিবেশনে রাজি না হলেও বাইডেনের অভিষেকের পর তা সিনেটে উঠতে চলেছে। আর তাই মেয়াদ শেষ হওয়ার পর বাইডেনের প্রশাসনে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেটে অভিশংসনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। একবার অভিশংসিত হলে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্প অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।