অ্যান্টার্কটিকায়ও করোনাভাইরাস শনাক্ত
পৃথিবীর ৭টি মহাদেশের সর্বশেষ মহাদেশ হিসেবে অ্যান্টার্কটিকায়ও করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছে।
অ্যান্টার্কটিকায় চিলির দুটি সামরিক ঘাঁটির প্রায় ৫৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে চিলির সেনাবাহিনী। চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্টার্কটিকায় চিলির দুটি সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর একটি জাহাজের ৫৮ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে এপর্যন্ত মহাদেশটির আর কোথাও ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
চিলি সেনাবাহিনী গত সোমবার জানিয়েছে, জেনারেল বার্নার্ডো ও'হিগিনস রিকেলমে গবেষণাকেন্দ্রে ৩৬ জন শনাক্ত হয়েছে। মঙ্গলবার চিলির বিওবিও অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সার্জেন্ট আলদিয়া জাহাজের ২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জাহাজটি চিলি থেকে পণ্য সরবরাহের কাজে সেসময় অ্যান্টার্কটিকা ছিল।
এছাড়া লাস এস্ট্রেলাসের লেফটেন্যান্ট রডোলফো মার্শ মার্টিন এয়ারফোর্স ঘাঁটিতেও একজন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন ম্যাগালানেস অঞ্চলের স্বাস্থ্য সচিব। এ ঘাঁটিতেও নৌবাহিনীর জাহাজটি এসেছিল বলে জানান তিনি।
জেনারেল বার্নার্ডো ও'হিগিনস রিকেলমে গবেষণাকেন্দ্রের আক্রান্ত ৩৬ জনের ২৬ জন সামরিক কর্মকর্তা ও ১০ জন রক্ষণাবেক্ষণকর্মী। আক্রান্ত কারো এখনো গুরুতর উপসর্গ দেখা যায়নি।
চিলির নৌবাহিনী জানিয়েছে, সার্জেন্ট আলদিয়া জাহাজের আক্রান্ত প্রথম তিনজন গত সপ্তাহেই শনাক্ত হওয়ার পর জাহাজের বাকি ২০৮ জন সদস্য জাহাজেই কোয়ারেন্টিনে ছিলেন।
জেনারেল বার্নার্ডো ও'হিগিনস রিকেলমে গবেষণাকেন্দ্র অ্যান্টার্কটিকায় চিলির স্থায়ী চারটি ঘাঁটির একটি। চিলির সেনাবাহিনী এটি পরিচালনা করে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে মহামারির প্রভাবে বাজেভাবে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ষষ্ঠ দেশ চিলি। দেশটিতে এপর্যন্ত ৫ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
- সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য হিন্দু