আদিবাসী ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবর্তন অস্ট্রেলিয়ার
আজ থেকে অস্ট্রেলিয়া গাইবে এক ভিন্ন জাতীয় সংগীত। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন জাতীয় সংগীতের কিছু শব্দে পরিবর্তন আনার।
দেশটির আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের নতুন সংস্করণে বদল আনা হচ্ছে "আমরা তরুণ এবং মুক্ত (young and free)" লাইনটিতে।
স্কট মরিসনের সিদ্ধন্তে অবাক হলেও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া সরকারের সংশ্লিষ্টজনেরা।
স্কটমরিসন আশা করে এই পরিবর্তনের মাঝে দিয়ে গড়ে উঠবে "ঐক্যের উদ্দীপনা"।
অষ্টাদশ শতাব্দীতে অস্ট্রেলিয়ায় ইংরেজ উপনিবেশ স্থাপন করার'ও ১০ হাজার বছর আগে থেকে সেখানে বসবাস করে আসছে স্থানীয় আদিবাসীরা।
জাতীয় সংগীত থেকে যে লাইনটি পরিবর্তন করা হচ্ছে "আমরা তরুণ এবং মুক্ত" (For we are young and free), তা মূলত আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিচ্ছবি। উক্ত লাইনটির পরিবর্তে পরবর্তী সময় থেকে গাওয়া হবে "আমরা এক এবং মুক্ত" ("For we are one and free.)।
এর আগে গত বছর (২০২০) নিউ সাউথ ওয়েলস রাজ্যের নেতা গ্ল্যাডিস বেরেজিকলিয়ান এই পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, উক্ত লাইনটিতে অস্ট্রেলিয়ার "গর্বিত আদিবাসী জাতিসত্তার সংস্কৃতি" উপেক্ষা করা হয়েছে।
প্রধানমন্ত্রী মরিসন বলেন, "তরুণ এবং মুক্ত'কে 'এক এবং মুক্ত' করে দিলে কিছুই খোয়া যায়না, কিন্তু আমি বিশ্বাস করি এটা যোগ করে অনেক কিছুই।"
তিনি আরও বলেন, "জাতি হিসেবে আমরা যে দূরত্ব অতিক্রম করেছি এটা তার স্বীকৃতি দেয়। এটা স্বীকৃতি দেয় যে আমাদের জাতীয় ইতিহাস ৩০০ টিরও বেশি আলাদা জাতিসত্তা এবং ভাষার ভেতর থেকে বিকশিত হয়েছে এবং আমরা পৃথিবীর সবচেয়ে সফল বহুসাংস্কৃতিক জাতি।"
তিনি আরো বলেন যে, এই পরিবর্তন মহামারীরকালে তৈরি হওয়া অস্ট্রেলিয়ার ঐক্যকে প্রসিদ্ধ করেছে।
বিরোধী দলীয় নেতা অ্যান্থনি আলবানিজ বলেন, "এ নিয়ে গর্বিত হওয়া উচিত যে আমাদের এখানে বিশ্বের প্রাচীনতম নিরবচ্ছিন্ন সভ্যতা রয়েছে আদিবাসীদের সাথে"।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া সাংস্কৃতিক এবং রাজনৈতিক মাধম্যে আদিবাসীদের ইতিহাস তুলে ধরতে অভূতপূর্ব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডিসেম্বর মাসে জাতীয় রাগবি দলের খেলোয়াড়রা ইংরেজিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করার আগে প্রথমবারের মতো আদিবাসী ভাষায় জাতীয় সঙ্গীত গায়। দলটি গান গেয়েছিল ইওরা জাতির ভাষায়, যারা সিডনি অঞ্চলের আদিবাসী।