আপাতত আসছেন না মোদি
মারাত্মক প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে শঙ্কার মধ্যেই মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বনির্ধারিত সফর আপাতত স্থগিত করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার সোমবার নয়া দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ১৭ মার্চ ঢাকায় যে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা স্থগিত করার কথা বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়েছে। ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিনি বলেন, "বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে, ওই অনুষ্ঠানের পরবর্তী তারিখ তারা পরে আমাদের জানাবে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের যে সূচি ছিল, তা পিছিয়ে দেওয়া হলো।"