আফগান নাগরিকদের দেশত্যাগে তালেবানের নিষেধাজ্ঞা
আফগানিস্তান থেকে আর কোনো আফগানকে দেশ ছাড়তে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্রকে নির্ধারিত সময়সীমা ৩১ আগস্টের মধ্যেই সমস্ত সেনা প্রত্যাহার ও উদ্ধার অভিযান শেষ করতে হবে।
প্রেসিডেন্ট জো বাইডেনের এক বক্তব্যের প্রেক্ষিতে, মঙ্গলবার (২৪ আগস্ট) এ কথা সাফ জানিয়ে দিয়েছে তালেবান গোষ্ঠী।
বাইডেন বলেছিলেন, যদি তালেবান গোষ্ঠী উদ্ধার অভিযানে কোনো ধরণের বাঁধা না দেয়, তাহলে আর যুক্তরাষ্ট্র ৩১ আগস্টের সময়সীমা বাড়াবে না। তবে যদি তারা বিমানবন্দরে আসতে মানুষদের বাঁধা দেয়, মার্কিন বাহিনীর উদ্ধারকাজে অসহযোগিতা করে, সেক্ষেত্রে সময়সীমা বাড়তে পারে। ইতোমধ্যে, মার্কিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সময়সীমা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনকে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, বিদেশী নাগরিকরা বিমানবন্দরে যাতায়াত চালিয়ে যেতে পারলেও, সাম্প্রতিক দিনগুলোতে সেখানে জড়ো হওয়া বিশাল আফগান জনতাকে অবশ্যই নির্ভয়ে দেশে ফিরে আসতে হবে। তাদেরকে নতুন সরকারের প্রতিশোধ বা শাস্তির মুখোমুখি হতে হবে না।
তিনি বলেন, "বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ। বিমানবন্দরে যাওয়ার জন্য আফগানরা রাস্তাটি ব্যবহার করতে পারবে না, তবে বিদেশী নাগরিকদের সেই রাস্তা ব্যবহারের অনুমতি আছে। আমরা আফগানদের আর সরিয়ে নেওয়ার অনুমতি দিচ্ছি না এবং আমরা এতে সন্তুষ্টও নই।"
"আফগানিস্তানের ডাক্তার এবং শিক্ষাবিদদের এই দেশ ছেড়ে যাওয়া উচিত নয়, তাদের উচিত তাদের নিজস্ব কর্মক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়া। তাদের অন্য দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যাওয়া উচিত নয়," যোগ করেন তিনি।
তালেবানদের ক্ষমতা দখলের পর যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের মধ্যে অনেকেই শিক্ষিত মানুষ; বিশেষত নারীরা দেশ ছাড়তে বেশি আগ্রহী। এর আগে যখন তালেবান দেশ শাসন করেছিল, তখন নারীদের কাজ করা, একা বাইরে বের হওয়া, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়াও নিষিদ্ধ ছিলো।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানে বিদেশী দূতাবাস ও অন্যান্য অন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোয় তালেবানদের এরকম আশ্বাস নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, "যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি ততই ভাল। অভিযানের প্রতিটি দিন মার্কিন সেনাদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে, তবে ৩১ আগস্টের মধ্যে শেষ হওয়ার ব্যাপারটি নির্ভর করছে তালেবানদের সহযোগিতা উপরে।"
"উপরুন্তু, আমি পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজন হলে, সময়সীমা সামঞ্জস্য করার জন্য জরুরী পরিকল্পনার কথা বলেছি"।
বাইডেন নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ শীর্ষ মার্কিন মিত্রদের কাছ থেকে বেশ চাপের মুখোমুখি হয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভেস লে ড্রিয়ান বলেছেন, উদ্ধারের জন্য ৩১ আগস্টের সময়সীমার বাইরে অতিরিক্ত সময় প্রয়োজন।
এ মুহূর্তে মার্কিন বাহিনীর ৫ হাজার ৮০০ সদস্য আফগানিস্তানে উদ্ধার অভিযানে কাজ করছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তার তথ্যমতে, শুধুমাত্র সোম এবং মঙ্গলবারেই ১২ হাজার ৭০০ জনকে কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী। এছাড়া এর আগে ৮ হাজার ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়। ১৪ আগস্ট হতে এ পর্যন্ত মোট ৫৮ হাজার ৭০০ জনকে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী উদ্ধার করেছে।
৩১ আগস্টের মাঝে উদ্ধার অভিযান শেষ করার জন্য কী করতে হবে, এ নিয়ে সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস একজন শীর্ষ তালেবান নেতার সঙ্গে সোমবার কাবুলে মতবিনিময় করেন। মার্কিন কর্মকর্তারা কাবুল এবং দোহায় অবস্থিত তালেবান কার্যালয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে বার্নস এবং তালেবানের মোল্লা আবদুল গনি বারাদারের মতবিনিময়ের খবরটি ওয়াশিংটন পোস্ট প্রথমবারের মত প্রচার করে গত মঙ্গলবার।
অন্যদিকে, ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, নতুন শাসন ব্যবস্থায় আফগানিস্তানের সঙ্গে ইউরোপীয় ব্লকের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে 'তালেবানের কর্মকাণ্ডের' উপর এবং এটি হবে 'কঠোর শর্তসাপেক্ষ'।
এতদিন যে সব আফগান নাগরিক মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছে তারা দেশ ছাড়তে 'স্পেশ্যাল ইমিগ্র্যান্ট ভিসা'-এর আবেদন করেছে যুক্তরাষ্ট্রের কাছে। তবে সোমবার তাদেরকে বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়; কারণ মার্কিন বাহিনী ৩১ আগস্টের মধ্যের মার্কিন পাসপোর্ট ও গ্রিনকার্ডধারীদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে চায়।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেন, আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে বেসামরিক মৃত্যুদণ্ড এবং নারীদের অধিকারের উপর নিষেধাজ্ঞার এক দুঃখজনক প্রতিবেদন তিনি পেয়েছেন।
তিনি বলেন, নারী অধিকারে নিষেধাজ্ঞা এবং মার্কিনীদের সহায়তাকারী আফগান নাগরিকদের শাস্তির মুখোমুখি হওয়ার ভয়ে অধিংকাংশ আফগান দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।
- সূত্র- সিএনএন