আম্পানে এক লাখ কোটি রুপি ক্ষতিপূরণ চায় পশ্চিমবঙ্গ প্রশাসন
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতি বাবদ, কেন্দ্রীয় সরকারের কাছে এক লাখ দুই হাজার ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে রাজ্য প্রশাসন। গতকাল শনিবার আম্পানে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে রাজ্য সচিবালয়- নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সদস্যরা। সেখানেই এই বিপুল অর্থ দাবি করা হয়।
ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় ইতোমধ্যেই পশ্চিমবঙ্গকে এক হাজার কোটি রুপি সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।
রাজ্যের পেশ করা হিসাব অনুসারে পশ্চিমবঙ্গে ঝড়ে ২৮ লাখ ৫৬ হাজার বাড়ি ভেঙেছে। যার আর্থিক পরিমাণ প্রায় ২৮,৫৬০ কোটি রুপি । মোট ১৭ লক্ষ হেক্টর জমিতে চাষের ক্ষতি হয়েছে। যার ফলে কৃষিতে ১৫,৮৬০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
উদ্যান পালন বিভাগে মোট ২,৫০,৫৫৬ হেক্টর জমিতে আম, লিচু, পান ইত্যাদি চাষের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। মৎস্যজীবীদের প্রায় ৮ হাজার নৌকা নষ্ট হয়ে গিয়েছে বলেও, ক্ষতির হিসাবে উল্লেখ করা হয়।
এছাড়া রাজ্যে ২১ লাখ ২২ হাজার গবাদি পশু মারা গিয়েছে বলে দাবি করা হয় নবান্নের তরফে। মোট এক লাখ ৫৮ হাজার হেক্টর জমির বনভূমি নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে ১৪,৬৪০টি স্কুল বাড়ির। ১২,৬৭৮টি আইসিডিএস কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০১টি কলেজ ভবনের ক্ষতি হয়েছে। ২৪৫ কিলোমিটার নদীবাঁধ ও ৪ কিলোমিটার সমুদ্র বাঁধ ভেঙেছে। সবমিলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ দুই হাহার ৪৪২ কোটি রুপি বলে দাবি করেছে রাজ্য প্রশাসনের সচিবালয়টি।