ইতালি ও স্পেনে বিশ্ব মহামারিতে মৃতের সংখ্যা বাড়ছে
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ নামক করোনা গোত্রের নতুন ভাইরাসে শুধু বিপর্যস্ত নয় বরং প্রায় মৃত্যু উপত্যকায় রুপ নিয়েছে ইতালি। ভাইরাসটির এখন পর্যন্ত এতো প্রাণঘাতী রুপ খোদ এর উৎসস্থল চীনের উহানেও দেখা যায়নি।
গত শনিবার নাগাদ দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানা গেছে মৃতের সংখ্যা পৌঁছে গেছে এখন ৪,৮২৫টি মৃত্যু ঘটেছে। এর মাঝে ২৪ ঘণ্টায় প্রাণহানি সংখ্যা ৭৯৩টি। করোনার মহামারির পর এটা ইতালির নতুন মৃতের রেকর্ড।
শনাক্তকৃত রোগীর সংখ্যাও ১৪ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৫৭৮ জনে পৌঁছেছে। খবর দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের।
দেশটির সরকারি তথ্যসূত্রে আরও জানা গেছে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা (মৃত এবং সেড়ে ওঠা ব্যক্তিরা বাদে) বেড়েছে ১৩ শতাংশ। অর্থাৎ বর্তমানে সক্রিয় রোগী আছেন ৪২ হাজার ৬৮১ জন।
দেশটিতে সেড়ে ওঠা মানুষের সংখ্যা আনুপাতিক হাড়ে এখন পর্যন্ত সবচেয়ে কম বা ৬ হাজার ৭২ জন। আর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও ২ হাজার ৮৫৭ ব্যক্তিকে।
ইতালির পর করোনায় ভুগছে স্পেনও। শনিবার নাগাদ সেখানে মোট ৩০০ জনের মৃত্যুর কথা জানা গেছে। এর ফলে মাত্র সপ্তাহ কয়েক সপ্তাহের মাঝেই দেশটিতে মোট এক হাজার ৩২৬ জনের প্রাণহানি ঘটলো।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ অবশ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে শঙ্কা করছেন। শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। এসময় তিনি দেশব্যাপী চিকিৎসাধীন রোগী এবং মৃতের সংখ্যা আরও বাড়ার হুমকি জনগণকে জানিয়ে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।