ইসরায়েলের নেতানিয়াহু বিরোধীরা গাজায় সহিংসতার জন্য নেয়ানিয়াহুকেই দুষছেন
শনিবার রাতে জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ইসরায়েলের নেতানিয়াহু বিরোধীরা। বিক্ষোভের আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এই সংবাদ নিশ্চিত করেছে।
আয়োজকরা ইসরায়েলে সম্প্রতি ঘটে যাওয়া আরব-ইহুদি সংঘর্ষ এবং 'অপারেশন গার্ডিয়ান অফ দ্য ওয়ালস' এর পেছনের কারণ হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দোষী সাব্যস্ত করেছেন। তাদের ভাষ্যে, সচেতন জনতা এখন নেতানিয়াহুর শাসন থেকে মুক্তি চায়।
আয়োজকরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন একটি জোট সরকার গঠন করতে যা ইসরায়েলকে নেতানিয়াহুর 'বিপজ্জনক' শাসনের হাত থেকে রক্ষা করবে এবং দেশে শান্তি বয়ে আনবে। ইন মাতসাভ, ব্ল্যাক ফ্ল্যাগস এবং দ্য পিংক ফ্রন্টসহ বেশকিছু সংগঠন মিলে এই প্রতিবাদী বিক্ষোভের আয়োজন করে।
আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, 'এটি জরুরি অবস্থা। একেবারে শেষ সময়ে এসেও নেতানিয়াহুর মতো একজন দুর্নীতিবাজ নেতা ইসরায়েলকে এমন একটি বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে যাতে করে সরকার পরিবর্তন না হয়। ইসরায়েলের জন্য নেতানিয়াহু বিপজ্জনক তা আরও একবার প্রমাণিত হয়েছে, তিনি সব রকম সীমারেখা পার করে গিয়েছেন।'
ইসরায়েলের 'মুভমেন্ট ফর কোয়ালিটি গভমেন্ট (এমকিউজি)' জানিয়েছে, তাদের সংগঠন আন্দোলনে যোগ দেবে।
কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি যাতে মন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব না পান তা নিশ্চিত করতে সংগঠনটির লিখিত একটি বিল অনুযায়ী তারা পরবর্তীতে অগ্রসর হবে।
এমকিউজি বলে, 'যখন সিংহভাগ ইসরায়েলি নাগরিক নিরাপত্তা জোরদার করার ব্যাপারে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে চিন্তিত, তখন বুঝতে হবে যে পরিস্থিতি আসলেই জটিল এবং এ অবস্থা চলতে দেওয়া যায় না।'
'প্রতি সপ্তাহেই আমরা প্রমাণ পাচ্ছি যে অপরাধী হিসেবে চিহ্নিত, এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ তারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নিজেদের লাভের পাল্লা ভারি করতে চাইবেন।"
ইন মাতজাভ নামের এক আন্দোলনকারী দল জানায়, জনমত ও নিরাপত্তার তোয়াক্কা না করেই নেহানিয়াহু ইসরায়েল রাষ্ট্রকে একটি অযৌক্তিক যুদ্ধের মধ্যে টেনে নিয়ে এসেছেন। এর ফলে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাতেই ফিরে যাওয়ার জন্য দলের সদস্যদের আহ্বান জানিয়েছে ব্ল্যাক ফ্লাগস নামের একটি সংগঠন। সংগঠনটি, 'আপনাদের আর এই খেলা খেলার মতো পরিস্থিতি নেই, কারণ আমরা এখন দেশের ভবিষ্যত নিয়ে কথা বলছি। নেতানিয়াহুর হাত থেকে অতিসত্ত্বর ইসরায়েল রাষ্ট্রকে বাঁচাতে হবে।'
- সূত্র: দ্য জেরুজালেম পোস্ট